বায়ান্ন সালের ২৬ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভটি গুঁড়িয়ে দিয়েছিল তৎকালীন পাকিস্তানি সৈন্যরা। কাজটা তারা করেছিল সরকারি নির্দেশেই। স্মৃতির মিনার গুঁড়িয়ে দিলে উত্তেজিত জনগণ ভয় পেয়ে যাবে—এ রকম কিছু ভেবেছিল সরকারি মদদপুষ্ট হামলাকারীরা।