রিয়াল মাদ্রিদে ‘অম্লমধুর’ সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। একের পর এক গোল করলেও দিনশেষে শিরোপাবঞ্চিত থাকছেন তিনি। এমনকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে তাঁকে। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে।
প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের যে স্টেডিয়ামে তিনি খেলবেন, সেখানে গ্যালারিতে মেসির জার্সি পরিহিত দর্শকদের দেখা যায়। এমনকি মেসির সঙ্গে ছবি তুলতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল দিলেই ম্যাচ বলতে গেলে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসত। কিন্তু ভালভার্দে তো ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না।
এবারের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের আগে ২৪ ঘণ্টাও বাকি নেই। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় সৌদি আরবের আল হিলালের বিপক্ষে খেলতে নামবে রিয়াল। এমন সময়ে বড্ড বেকায়দায় পড়েছে রিয়াল মাদ্রিদ।
দুর্দান্ত পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অনেক কিছু দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। উপহারও একেবারে কম পাননি আর্জেন্টাইন এই ফুটবলার। তবে এবার তিনি এমন এক উপহার পেয়েছেন, যা রীতিমতো চমক জাগানিয়া।
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আজ সকালে ভুটান থেকে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। তবে ফিরতে পারেননি শামসুন্নাহার সিনিয়র। টিকিট জটিলতার কারণে আটকে গেছেন এই ডিফেন্ডার।
অকল্যান্ড সিটির গোলরক্ষক কনর ট্রেসি যে করেই হোক, ভুলে থাকতে চাইবেন। কারণ, টিকিউএল স্টেডিয়ামে গত রাতে বায়ার্ন মিউনিখ যা করল, সেটা ছিল তাণ্ডবের চেয়েও বেশি কিছু। গুনে গুনে ১০ গোল দিয়েছে বায়ার্ন। তাতে ভেঙে গেছে চার বছরের পুরোনো রেকর্ড।
জেনারো গাত্তুসো যে ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলে তাঁরই একসময়ের সতীর্থ জিয়ানলুইজি বুফন। আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশনই নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন গাত্তুসোর নাম। ৪৭ বছর বয়সী গাত্তুসো ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি দলের সদস্য ছিলেন। জাতীয় দল
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃ
সবকিছু ঠিকঠাক থাকলে মেহদি তারেমি থাকতেন যুক্তরাষ্ট্রে। কারণ, ক্লাব বিশ্বকাপ খেলতে এখন তাঁর ক্লাব ইন্টার মিলান মার্কিন মুলুকে। তবে তারেমির যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।
কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির চেয়ারে কাটিয়েছেন ১৬ বছর। তাঁর সময়ে দেশের ফুটবলে আধুনিকতার ছাপ খুব একটা পড়েনি। প্রত্যাশার গল্প শোনালেও প্রাপ্তির খাতার পাল্লা অতটা ভারী নয়। সফলতা-ব্যর্থতার কথা সেভাবে তুলেও ধরা হয়নি।
প্রথম ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে চোখ ছিল অনেক ভক্ত-সমর্থকেরই। মেসি এই ম্যাচে খেলেছেনও। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলে দেয়, ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ কতটা হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।
ডেভিড বেকহাম নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে নজরকাড়া হেয়ারস্টাইলের সুদর্শন এক ফুটবলার। চুলের বর্ণিল স্টাইল এবং নিত্যনতুন লুকে হাজির হওয়ার জন্য একসময় ফুটবলের ‘গ্ল্যামার বয়’ পরিচিতিও পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক সেই বেকহাম এখন ‘স্যার’।
অনেকটা হুট করেই দাবিটা তুললেন বাফুফে নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ভরা সংবাদ সম্মেলনে খোদ বাফুফেরই লোক কোচের পদত্যাগ চাইবেন তা অপ্রত্যাশিতই বটে। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে বাংলাদেশের হারের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে হচ্ছে সমালোচনা।