
বিশ্ববাজারে সোনার দামের পাগলা ঘোড়া ছুটছেই। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ধাতু। আজ বৃহস্পতিবার সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকায় সোনার দাম প্রতি আউন্স প্রায় ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছায়।

গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মার্কিন ডলারের মান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দরপতন নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেও আন্তর্জাতিক বাজারে মুদ্রাটির মান কমায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে এখন তাঁরা সোনা ও সুইস ফ্রাঁর দিকে ঝুঁকছেন।

সাধারণত ডলার শক্তিশালী হলে সোনার দাম কমে, আর ডলার দুর্বল হলে সোনার দাম বাড়ে। কারণ বিশ্ববাজারে ডলারে মাপা হয় সোনা। বর্তমানে ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের প্রতি আস্থাহীনতার আবহে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে অভূতপূর্ব উত্থান দেখা যাচ্ছে।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে বিনিয়োগকারীদের ঝুঁকে পড়ার ফলে সোমবার এই মূল্যবান ধাতুর দাম প্রতি আউন্স ৫ হাজত ডলার ছাড়িয়ে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।