বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

প্রাডো থেকে পচা গন্ধ, ভেতরে মিলল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ গাড়িচালকের লাশ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:২৯

শিলাইদহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা  নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।

ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

আজ শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।

জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। 

তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’

এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে। 

শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম আজকের পত্রিকা বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’ 

গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। সেখানে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’ 

সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালী থানার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী