পাবনা প্রতিনিধি

নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।
ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
আজ শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।
জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’
এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে।
শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম আজকের পত্রিকা বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’
গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। সেখানে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’
সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালী থানার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।’

নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।
ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
আজ শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।
জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’
এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে।
শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম আজকের পত্রিকা বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’
গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। সেখানে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’
সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালী থানার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে