নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে পুলিশকেও যোগ দিতে দেখা গেছে। তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে।
আজ রোববার সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার থেকে গুলি ছোড়েন। তাতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এর আগে একই জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে মাইক বসানো হয়। একপর্যায়ে সেসব মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। আজ বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন ফয়সাল নামের ওই ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। বর্তমানে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানা’র নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে পুলিশকেও যোগ দিতে দেখা গেছে। তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে।
আজ রোববার সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার থেকে গুলি ছোড়েন। তাতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এর আগে একই জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে মাইক বসানো হয়। একপর্যায়ে সেসব মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। আজ বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন ফয়সাল নামের ওই ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। বর্তমানে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানা’র নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
আরও খবর পড়ুন:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
১৪ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
২৮ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
৪০ মিনিট আগে