নিজস্ব প্রতিবেদক ও টেকনাফ প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ইতিমধ্যে সেন্টমার্টিনে আঘাত হেনেছে। স্বাভাবিক অবস্থা থেকে সাগরের উচ্চতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতিবেগও। সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৯টার পর থেকেই বাতাসের গতিবেগ বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টি, উত্তাল রয়েছে সাগর। গতকাল রাতে অনেকেই আশ্রয়কেন্দ্রে গেলেও সকালে ফিরে গেছে নিজেদের আবাসস্থলে।
তারা অভিযোগ করেছে, আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পানি নেই এবং পয়োনিষ্কাশনের সুবিধা নেই। তবে খাবার ছিল পর্যাপ্ত।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন। তবে পর্যাপ্ত পানি না থাকায় সকালে বাসায় ফিরে গেছেন।
আরেক বাসিন্দা জসীমউদ্দিন শুভ বলেন, পয়োনিষ্কাশনের অসুবিধা হয়েছে। এ জন্য অনেকেই বাড়িতে ফিরে গেছেন। এ ছাড়া রাতে ঝড়-বৃষ্টির পরিমাণ কম ছিল। সাগর উত্তাল অবস্থায় আছে ৷ ঢেউয়ের পানির উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়ে গেছে।
তবে সকালে স্থানীয় প্রশাসন থেকে তাদের আবার আশ্রয়কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেন্ট মার্টিনে নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান পানি ও পয়োনিষ্কাশনের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন, ‘রাতে পানির ট্যাংকি ভর্তি করা হলেও অতিরিক্ত মানুষের কারণে তা শেষ হয়ে যায়। আবার পানি সরবরাহ ঠিক করা হয়েছে। কিছু কিছু আশ্রয়কেন্দ্রে পয়োনিষ্কাশনের সমস্যা আছে। তবে সেটিও ঠিক হয়ে যাবে। অনেকেই আবার ফিরে এসেছে। যারা ফিরে গিয়েছিল, তারা গোসল ও বাথরুম শেষে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে এসেছে।
এই জনপ্রতিনিধি বলেন, তাঁরা সকাল থেকে যেসব বাসিন্দা ঘরে ফিরে গেছে তাদের আবার আশ্রয়কেন্দ্রে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে নেটওয়ার্কের অবস্থা আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে। এখন বাতাসের গতি স্বাভাবিকের তুলনায় বেশি।
সেন্ট মার্টিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে মজিবুর রহমান বলেন, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ও বাতাস ছিল। তবে ১০টার পর থেকে বাতাস বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। এখন সাগর উত্তাল অবস্থায় আছে।
আরও পড়ুন:

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ইতিমধ্যে সেন্টমার্টিনে আঘাত হেনেছে। স্বাভাবিক অবস্থা থেকে সাগরের উচ্চতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতিবেগও। সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৯টার পর থেকেই বাতাসের গতিবেগ বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টি, উত্তাল রয়েছে সাগর। গতকাল রাতে অনেকেই আশ্রয়কেন্দ্রে গেলেও সকালে ফিরে গেছে নিজেদের আবাসস্থলে।
তারা অভিযোগ করেছে, আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পানি নেই এবং পয়োনিষ্কাশনের সুবিধা নেই। তবে খাবার ছিল পর্যাপ্ত।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন। তবে পর্যাপ্ত পানি না থাকায় সকালে বাসায় ফিরে গেছেন।
আরেক বাসিন্দা জসীমউদ্দিন শুভ বলেন, পয়োনিষ্কাশনের অসুবিধা হয়েছে। এ জন্য অনেকেই বাড়িতে ফিরে গেছেন। এ ছাড়া রাতে ঝড়-বৃষ্টির পরিমাণ কম ছিল। সাগর উত্তাল অবস্থায় আছে ৷ ঢেউয়ের পানির উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়ে গেছে।
তবে সকালে স্থানীয় প্রশাসন থেকে তাদের আবার আশ্রয়কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেন্ট মার্টিনে নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান পানি ও পয়োনিষ্কাশনের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন, ‘রাতে পানির ট্যাংকি ভর্তি করা হলেও অতিরিক্ত মানুষের কারণে তা শেষ হয়ে যায়। আবার পানি সরবরাহ ঠিক করা হয়েছে। কিছু কিছু আশ্রয়কেন্দ্রে পয়োনিষ্কাশনের সমস্যা আছে। তবে সেটিও ঠিক হয়ে যাবে। অনেকেই আবার ফিরে এসেছে। যারা ফিরে গিয়েছিল, তারা গোসল ও বাথরুম শেষে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে এসেছে।
এই জনপ্রতিনিধি বলেন, তাঁরা সকাল থেকে যেসব বাসিন্দা ঘরে ফিরে গেছে তাদের আবার আশ্রয়কেন্দ্রে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে নেটওয়ার্কের অবস্থা আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে। এখন বাতাসের গতি স্বাভাবিকের তুলনায় বেশি।
সেন্ট মার্টিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে মজিবুর রহমান বলেন, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ও বাতাস ছিল। তবে ১০টার পর থেকে বাতাস বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। এখন সাগর উত্তাল অবস্থায় আছে।
আরও পড়ুন:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে