মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

রাজশাহী সিটি নির্বাচন: মেয়র পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধ

আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:৫৩

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ছবি: আজকের পত্রিকা মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হয়েছে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।

আজ বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন।

নির্বাচনে মেয়র পদে চার বৈধ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের ৪৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে, সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন শহরের ৩০টি সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী থাকলেন ১১৭ জন।’

তিনি আরও বলেন, ‘ঋণ খেলাপি, খেলাপি ঋণের জামিনদার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি এবং সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আপিল কর্মকর্তা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। এরপর আগামী ২ জুন বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে।’

উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

    ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’