নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হয়েছে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।
আজ বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন।
নির্বাচনে মেয়র পদে চার বৈধ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের ৪৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে, সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন শহরের ৩০টি সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী থাকলেন ১১৭ জন।’
তিনি আরও বলেন, ‘ঋণ খেলাপি, খেলাপি ঋণের জামিনদার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি এবং সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আপিল কর্মকর্তা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। এরপর আগামী ২ জুন বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হয়েছে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।
আজ বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন।
নির্বাচনে মেয়র পদে চার বৈধ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের ৪৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে, সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন শহরের ৩০টি সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী থাকলেন ১১৭ জন।’
তিনি আরও বলেন, ‘ঋণ খেলাপি, খেলাপি ঋণের জামিনদার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি এবং সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আপিল কর্মকর্তা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। এরপর আগামী ২ জুন বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে