Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

চট্টগ্রামে বর্ধিত হোল্ডিং ট্যাক্স: নগর ভবন ঘেরাওয়ে পুলিশ–ছাত্রলীগের বাধা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮:৪৮

চট্টগ্রামে নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি: আজকের পত্রিকা চট্টগ্রামে বর্ধিত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) প্রত্যাহারের দাবিতে নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ বুধবার দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টা খানিক পরে করদাতা সুরক্ষা পরিষদের চার নেতা নগর ভবনে গিয়ে সিটি মেয়র রেজাউল করিমের কাছে স্মারকলিপি দেন।

সংগঠনের সভাপতি নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে। পরে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিমকে স্মারকলিপি দিয়ে আমাদের দাবি জানিয়েছি।’ 

জানা যায়, আজ দুপুরে বর্ধিত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) প্রত্যাহারের দাবিতে নগর ভবন ঘেরাওয়ে করদাতা সুরক্ষা পরিষদের একটি মিছিল নগরীর কদমতলীর আবুল খায়ের মার্কেট চত্বর থেকে বের হয়। মিছিলটি নগরের কদমতলী মোড়, দেওয়ানহাট হয়ে দুপুর ১২টার দিকে টাইগারপাস মোড় থেকে নগর ভবনের দিকে যেতে না পেরে সেখানেই অবস্থান নেয় সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের।

চট্টগ্রামে নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি: আজকের পত্রিকা পরে সেখানেও বাধার সম্মুখীন হন সুরক্ষা পরিষদের নেতা-কর্মীরা। এবার মেয়র রেজাউল করিমের নামে স্লোগান দিয়ে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ। এমন অবস্থায় প্রায় ঘণ্টা-খানিক পর পরিষদের চার নেতাকে নগর ভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তাঁরা সেখানে গিয়ে মেয়রকে স্মারকলিপি দেন। 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে করদাতা সুরক্ষা পরিষদ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দুই পক্ষের মধ্যখানে অবস্থান নেয়। পরে সুরক্ষা পরিষদের চার নেতা নগর ভবনে গিয়ে স্মারকলিপি দেন।’ 

এর আগে সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। এ সময় নগর ভবনে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অবশ্য করদাতা সুরক্ষা পরিষদের কর্মসূচির কারণে তালা দেওয়া হয়নি বলে দাবি করেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ। 

চট্টগ্রামে নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি: আজকের পত্রিকা তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের অফিস শুরুর সময় সকাল ৯টা। এখন থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে হাজির থাকতে হবে। আজ থেকে এই নিয়ম কার্যকর করতে প্রধান ফটকে তালা দেওয়া হয়।’ 

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সময় কর পুনর্মূল্যায়ন করা হয়েছিল। পুনর্মূল্যায়নের পর নগরের বার্ষিক কর নির্ধারণ করা হয় ৮৫১ কোটি ৩০ লাখ টাকা। এর বিরুদ্ধে করদাতা সুরক্ষা পরিষদসহ বিভিন্ন নাগরিক সংগঠন তখন থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ