বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

চুয়াডাঙ্গায় জামায়াতের ১২ নেতা কর্মী কারাগারে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩

জীবননগরে গ্রেপ্তার জামায়াতে ১২ নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতার অভিযোগে জামায়াতের ১২ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। 

গ্রেপ্তাররা হলেন–উপজেলার মাধবপুর গ্রামের সাইদুল ইসলাম, মারুফদাহ গ্রামের শাহ আলম, নতুনপাড়া গ্রামের রেজাউল করিম, বালিহুদা গ্রামের ফজলুর রহমান, নতুন চাকলা গ্রামের আতিকুর রহমান, আশতলাপাড়ার নুরুজ্জামান বিশ্বাস, বেনিপুর গ্রামের রবিউল হোসেন, কাটাপোল গ্রামের মিনাজ উদ্দিন, গোয়ালপাড়া গ্রামের জহুর আলম, কন্দর্পপুর গ্রামের মইনুদ্দিন, বৈদ্যনাথপুর গ্রামের ওলিউর রহমান ও মৃগিমারী গ্রামের হাসানুজ্জামান। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘গতকাল সন্ধ্যায় জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদ পায় পুলিশ। পুলিশের উপপরিদর্শক রায়হানের নেতৃত্ব একটি দল বৈদ্যনাথপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। সেখানে জামায়াতের প্রায় ৬০ / ৭০ নেতা-কর্মী ছিল। পুলিশের উপস্থিতি টেরে পেয়ে কয়েকজন পালিয়ে যান। পরে মাধবপুর ও হাসাদহ এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

ওসি আরও বলেন, ‘এ সময় তাঁদের কাছ থেকে চারটি বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    মহম্মদপুরে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী