সাতক্ষীরার শ্যামনগরে অভিযানে চালিয়ে সুন্দরবনে শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাব। আজ সোমবার উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে চামড়াটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাড়ির তিন ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযান চলমান রয়েছে। যাবতীয় প্রক্রিয়া শেষে পরবর্তীতে খুলনায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
আটক ব্যক্তিরা হলেন–হাফিজুর রহমান (৪৩), তার চাচাতো ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়। তারা ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদে র্যাব সদস্যরা। ওই ফাঁদে আজ চক্রের সদস্যদের আটক করে। পরে আটক ব্যক্তিদের সঙ্গে নিয়ে সুন্দরবনের মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাঘের চামড়াটি উদ্ধার করা হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে