আজ রোববার নওগাঁ থেকে দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন যাচ্ছে রাজশাহী অভিমুখে। আর এসব পরিবহন পরিপূর্ণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী দিয়ে। উদ্দেশ্য রাজশাহীতে শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ।
শুধু তাই নয়, ভোর থেকে যে যার মতো জেলার বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছে জনসভার উদ্দেশে। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমনে দলীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ২৫০ বাস ও ১৫০ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই জেলার ৯৯ ইউনিয়নের নেতা-কর্মীরা জনসভায় যাবেন। প্রত্যেক নেতা-কর্মীর জন্য নির্দিষ্ট টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়েছে।
সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন আজকের পত্রিকাকে জানান, নওগাঁ থেকেই ৭০ হাজারের মতো লোক আজকের জনসভায় সমবেত হবেন। জেলা আওয়ামী লীগ থেকে দেওয়া বাস, ট্রাক ছাড়াও ব্যক্তিগত যানবাহনে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসা মূল্যবান দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতে আরও গতিশীলতা নিয়ে কাজ করবে নওগাঁ জেলা আওয়ামী লীগ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে