মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

নারী ভোটারদের উপস্থিতি বেশি

আপডেট : ২৫ মে ২০২৩, ১৬:০৩

অধিকাংশ কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: আজকের পত্রিকা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের আলাদা লাইন তৈরি হয়েছে। আর যেসব কেন্দ্র শুধু নারীদের জন্য, সেখানেও ভোটার উপস্থিতি বেশ। 

আজ বৃহস্পতিবার টঙ্গীর ১৫টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের লাইন দীর্ঘ। তবে ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় নারী ভোটারদের ভোটগ্রহণে একটু সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রের কর্মকর্তাদের। 

টঙ্গীর রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাখাওয়াত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ১৬ জন। বেলা ১টা পর্যন্ত ৬০০ জন ভোট দিয়েছেন। নারী ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ৭০ শতাংশ নারী ভোট দিতে আসবেন।’

অন্যদিকে গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৬২৭ জন। দুপুর ১টা পর্যন্ত ৫৫৩ জন ভোট দিয়েছেন।’ 

ফারুক হোসেন আরও বলেন, ‘সকালে নারী ভোটাররা ভোট দিলেও পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম থাকে। পুরুষ ভোটাররা সাধারণত দুপুরের পর ভোট দিতে আসেন।’ 

টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিলা নামে এক নারী ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের দিন সকালে ভোটের আমেজ থাকে। তাই সকালে ভোট দিতে কেন্দ্রে এসেছি। দুপুরে পারিবারিক কাজের ঝামেলা থাকে।’

আবু হাসেম টঙ্গীর গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন। ইভিএমে সহজেই ভোট দিতে পেরে তিনি খুশি। দুপুরে ভোটকেন্দ্র একটু ফাঁকা থাকে, তাই দুপুরে ভোট দিয়েছেন। 

এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব নারী ভোটারদের কেন্দ্রে সরব উপস্থিতি দেখা গেছে। ইভিএম সম্পর্কে ধারণা না থাকলেও ইভিএমে ভোট দিয়ে একরকম খুশি তাঁরা। 

রেনেসাঁ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব রহিমা বেগম আজকের পত্রিকাকে জানান, এর আগেও তিনি গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে সে সময় তিনি ভোট দিয়েছেন ব্যালট পেপারে। এই প্রথম তিনি ইভিএমে ভোট দিলেন। শুরুতে না বুঝলেও কেন্দ্রে থাকা কর্মকর্তারা ছবির মাধ্যমে তাঁকে ভোট দেওয়া শিখিয়ে দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’