আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান বলেছেন, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানুষের যে আগ্রহ, তা দেখা যাচ্ছে। অনেকেই অপপ্রচার চালিয়ে ছিল যে মানুষ ভোট দিতে আসবেন না। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমতউল্লা খান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
গাজীপুরবাসী সকাল থেকে ভোট দিতে এখানে এসেছেন উল্লেখ করে আজমত উল্লা বলেন, ‘আপনারা লক্ষ্য করছেন যে মানুষ ভোট প্রয়োগ করতেই সকাল থেকে এখনে লাইনে আছে। দীর্ঘ ১০ বছর গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পরে জনগণ হতাশ হয়েছে। তারা সিটি করপোরেশনের কাছে যা পাবে, তা না পেয়ে হতাশ হয়েছে।
আজমতউল্লা আরও বলেন, ‘নতুন আশা নিয়ে ভোটাররা সকাল থেকে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমি আমার সম্মানিত ভোটারদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আজকের জয় একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয় নিয়ে জনগণ নিজেই জয়ী হবে। আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম। যদিও প্রতীক পাওয়ার পরে আমরা ব্যাপকভাবে প্রচারণা করতে পারিনি। তবে আমি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে কথা বলেছি, মতবিনিময় করেছি।’
প্রিসাইডিং অফিসার জাকির হাসান তালুকদার বলেন, ছয়টি বুথে ২ হাজার ৫১৬ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে