Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় আমার ছেলের মৃত্যু হয়েছে’

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:৫৪

মৃত স্কুলছাত্র সিয়াম হোসেন। ছবি: সংগৃহীত নওগাঁর আত্রাইয়ে সিয়াম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আট দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্যু হয়। ওই স্কুলছাত্রের স্বজনদের অভিযোগ, বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় তার মৃত্যু হয়েছে।

সিয়াম আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালী গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং নবাবের তাম্বু উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সিয়ামের বাবা রবিউল ইসলাম বলেন, ‘গত ৬ মার্চ সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সিয়াম। দুপুরে মোবাইল ফোনে জানতে পারি সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।’

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ওই দিন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বন্ধুরা তাকে স্কুলে যেতে দেয়নি। সঙ্গে নিয়ে স্প্রিটের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে পান করায়। এরপর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্রাইয়ে ভর্তি করে দেয়। বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় আমার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা ৮ মার্চ আত্রাই থানায় অভিযোগ করি।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সিয়ামের বাবা রবিউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাফি বলেন, ‘ভর্তি করার সময় সিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এমন উপসর্গ দেখে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করি।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়। এ ঘটনায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে