Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফসারের লাশ এল বাড়িতে

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:৩১

সন্তান কোলে আফসার মিয়া। ছবি: আজকের পত্রিকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিসপ্রবাসী আফসার মিয়ার (৪০) মরদেহ তাঁর স্বজনদের কাছে পৌঁছেছে। মৃত আফসার মিয়া দামোধরতপী গ্রামের মৃত জামসিদ আলীর বড় ছেলে। আফসার মিয়া স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আফসার মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে মাতম। পরে আজ সকাল ১০টায় দামোধরতপী মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরে তাঁর লাশ দাফন করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, গ্রিসে মৃত্যুবরণকারী আফসার মিয়ার লাশ তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, আফসার মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গ্রিসে বৈধভাবে বসবাস করে আসছিলেন। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসের অ্যাথেন্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত ১০ মার্চ আফসারের মরদেহ বাংলাদেশে আসার কথা ছিল।

সেদিন স্বজনেরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লাশ আনতে। কফিনের গায়ে আফসার মিয়ার নাম দেখে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়ি নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে কফিন খুলে দেখা যায় মরদেহ অন্য কারও। দূতাবাসে খোঁজ নিয়ে জানা যায়, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানার পুলিশের মাধ্যমে ঢাকার বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত নেয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু