Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বাবার সামনে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৮

ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের। ছবি: আজকের পত্রিকা বাবার সামনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশাটি জব্দ করলেও চালক পালিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহির গোলা মহল্লার পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিএনজিচালিত অটোরিকশার টোল সংগ্রহকারী জুলহাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আটটার দিকে ওই শিশুকে তার বাবা স্কুলের উল্টো দিকের রাস্তায় নামায়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। পরে শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। শিশুটি এখানেই পড়ে গিয়ে মাথা থেঁতলে যায়। সেখানেই মারা যায়।’

পুলিশ ও নিহতের পরিবার বলছে, সকালে বাড়ি থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলে যাচ্ছিল শিশু সিফাত। স্কুলের সামনে পৌঁছে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। অটোরিকশার ধাক্কায় সিফাত রহমান নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের জামিন

    নওগাঁয় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    ‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    ইউক্রেন ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাংক পেলে কড়া জবাবের হুমকি পুতিনের

    শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের জামিন

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    হারিয়ে যেতে চান না রিশাদ 

    নওগাঁয় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

    শওকত মাহমুদের পরে কে