Ajker Patrika

গাইবান্ধায় দেশীয় অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি
অস্ত্রসহ আটক চারজন। ছবি: সংগৃহীত
অস্ত্রসহ আটক চারজন। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা শহরের হীরকপাড়া এলাকায় এই অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেপ্তার চারজন হলেন আজাদ মন্ডল (৩৫), মোশাররফ হোসেন (৩৩), আশাদুল ইসলাম (৪২) ও মেহেদী হাসান (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে উপজেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ আজাদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আজাদকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে বাড়ির পেছনে মাটির নিচে চাপা দিয়ে রাখা দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা, একাধিক মোবাইল ফোনসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়। পরে তাঁদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত