Ajker Patrika

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৫২)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর ছেলে মো. ইয়াসিন (২২ ) পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ইয়াসিন সকালে তাঁর বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে পারবেন না বলে জানালে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে বাবা মাহবুবকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ইয়াসিন মাদকাসক্ত বলে দাবি স্বজনদের।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত