টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

১৯ দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর তিস্তা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রোববার সকালে কারখানাটির প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁরা ১৯ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানার সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে আছে, সাধারণ কর্মঘণ্টা আট ঘণ্টা নিশ্চিত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন, অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ, স্থায়ী শ্রমিকদের বেতন ২০ হাজার ৫০০ টাকা ও অস্থায়ী শ্রমিকদের হাজিরা বোনাস ও ঈদ বোনাস ৫ হাজার টাকা করা, নৈশকালীন কাজের মজুরি ৫০০ টাকা, প্রতি বছর শেষে উৎপাদন বোনাস প্রদান, পরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ প্রভৃতি।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত আজকের পত্রিকা’কে বলেন, ‘শ্রমিকদের সব দাবি যৌক্তিক নয়। আমরা তাঁদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি কয়েকবার।’
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা কারখানায় এসেছি। মালিকের সঙ্গে আলোচনা চলছে।’
আরও খবর পড়ুন:

১৯ দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর তিস্তা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রোববার সকালে কারখানাটির প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁরা ১৯ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানার সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে আছে, সাধারণ কর্মঘণ্টা আট ঘণ্টা নিশ্চিত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন, অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ, স্থায়ী শ্রমিকদের বেতন ২০ হাজার ৫০০ টাকা ও অস্থায়ী শ্রমিকদের হাজিরা বোনাস ও ঈদ বোনাস ৫ হাজার টাকা করা, নৈশকালীন কাজের মজুরি ৫০০ টাকা, প্রতি বছর শেষে উৎপাদন বোনাস প্রদান, পরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ প্রভৃতি।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত আজকের পত্রিকা’কে বলেন, ‘শ্রমিকদের সব দাবি যৌক্তিক নয়। আমরা তাঁদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি কয়েকবার।’
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা কারখানায় এসেছি। মালিকের সঙ্গে আলোচনা চলছে।’
আরও খবর পড়ুন:

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৭ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে