ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে তাঁর কর্মী-সমর্থকেরা।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরেই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তারপর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলাফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’
জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো। দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’
তারপর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফলাফল দিলেও মেয়র প্রার্থীদের ফলাফল দিচ্ছে না।’
এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’
তারপর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তাঁর আগের জায়গায়।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
- ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ জাহাঙ্গীরের
- টঙ্গীর বেশির ভাগ কেন্দ্রে শুধু নৌকার পোলিং এজেন্ট
- গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রের ৩৫১টিই ঝুঁকিপূর্ণ
- গাজীপুর সিটি নির্বাচন: ইভিএমে আস্থা আছে জাহাঙ্গীরের মায়ের
- গাজীপুর সিটি নির্বাচন: বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ
- নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বন্ধুদের জানাব: জাহাঙ্গীর আলম
- বিএনপি পরিবারের সন্তান, তাই দলীয় ভোটগুলো আমি পাব: স্বতন্ত্র প্রার্থী রনি
- গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে মা-ছেলের ভিন্ন সুর
- জাহাঙ্গীর নাটকে বড় ওস্তাদ: আজমত উল্লা
- নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা
- ইভিএমে প্রথম ভোট দিলাম, ভালো লাগছে
- স্মার্টফোনে ভিডিও দেখে ইভিএমে ভোট দিলেন ৯৬ বছরের বৃদ্ধা
- এবার পূর্ণ মেয়াদে মেয়র চান গাজীপুরবাসী
- সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
- ইসির নির্দেশে গাজীপুরে ২ জন আটক
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে