শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:১৯

প্রতীকী ছবি কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে টগরাইহাট বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সফিকুল নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে প্রায় দুই ঘণ্টা বিলম্বে রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়।

নিহত ট্রাক্টরচালক সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মাধবপুর এলাকার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। 

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামছুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার টগরাইহাট এলাকায় রেললাইনের পাশে গড়ে ওঠা ইটভাটায় ইট পরিবহনের জন্য অবৈধ রেলক্রসিং তৈরি করা হয়। শনিবার রাতে ক্রসিং দিয়ে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। ওই সময় কাউনিয়া থেকে কুড়িগ্রামমুখী রমনা লোকাল ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ট্রাক্টরচালক সফিকুল। 

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিকুল। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। 

ভোগডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত সফিকুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ তাঁকে নিজ গ্রামে দাফন করা হয়। 

স্টেশন মাস্টার মো. শামছুজ্জোহা আজকের পত্রিকাকে বলেন, ‘টগরাইহাটের ওই স্থানের রেলক্রসিংটা অবৈধ। সেখানে আমাদের কোনো গেটম্যান নেই। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে ট্রেনটি ছেড়ে গেছে।’ 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪