বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

‘যানজটে আটকে পড়ায়’ দুর্ঘটনা, মাদ্রাজফেরত ২ বাসযাত্রী আহত

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১০:০০

মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার বাস সোহাগ পরিবহনকে ধাক্কা দেয়। ছবি: আজকের পত্রিকা রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। 

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। 

এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ। 

মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি। 

রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    হরিরামপুরে প্রতিপক্ষের হামলায় এমপির অনুসারী চারজন আহত

    সখীপুরে ২৫ বছর ধরে খাজনা দিতে পারছেন না ভূমির মালিকেরা

    গুদামের বিষ বাসায় স্প্রে করে পেস্ট কন্ট্রোল: ডিবি

    পাংশায় মাদ্রাসাছাত্র হত্যায় মানববন্ধন

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার