নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে