Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঢাকায় কসক্যাপের সভা অনুষ্ঠিত, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:৩২

ঢাকায় কসক্যাপ এর সভায় অংশগ্রহণকারী দেশের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কসক্যাপ–এর ৩০ তম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় লা-মেরিডিয়ান হোটেলে গত ২৪ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত ৩ দিনব্যাপী এই সভা হয়। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, সভায় বাংলাদেশসহ ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিদল অংশ নেন। এ ছাড়া ভারত ও আফগানিস্তানের প্রতিনিধিদল ভার্চুয়ালি অংশ নেন। 

সভায় সদস্য দেশ ছাড়াও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংগঠন ইকাও–এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল অফিস, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন—ইইউ, ট্রান্সপোর্ট—কানাডা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—ফ্রান্স, বোয়িং বাংলাদেশের উড়োজাহাজ সংস্থাগুলোর প্রতিনিধিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় কসক্যাপ-এসএ’র সদস্য দেশগুলোর অ্যাভিয়েশন খাতের সুরক্ষার মান বৃদ্ধি, দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন খাতের জন্য দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং এয়ার স্পেসের দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বোয়িং কোম্পানি, এফএএ, ফ্রান্স সিভিল অ্যাভিয়েশন, ইউরোপীয় অ্যাভিয়েশন সেফটি এজেন্সির প্রতিনিধিরা এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। 

সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ইকাও কাউন্সিলের পার্ট-৩–এর সদস্য নির্বাচনের ক্ষেত্রে কসক্যাপ-এসএ-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর একটি প্রস্তাব উপস্থাপন করেন। সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এ বিষয়ে একমত পোষণ করেন। এ বিষয়ে ইকাও-এর সঙ্গে আলোচনা করে ইকাও কাউন্সিলের পার্ট-৩–এর সদস্য নির্বাচনের ক্ষেত্রে এ অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব গ্রহণ করা হয়। 

ইকাও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাও মার সঙ্গে চলতি বছরের ১৫ থেকে ১৯ অক্টোবর ঢাকায় ৫৮ তম ডিজিসিএ সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। 

এফএএ-এর সঙ্গে আলোচনায় ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রতিনিধিদল এফএএ-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ