Alexa
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

সেকশন

epaper
 

ফজলি আমের জিআই পেল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলাই

আপডেট : ২৪ মে ২০২২, ১৯:১৭

ফজলি আমের জিআই পেল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলাই ফজলি আমের জিআই (ভৌগোলিক নির্দেশক চিহ্ন) সনদ কে পাচ্ছে, তা নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলার মানুষের মধ্যে আগ্রহের কমতি ছিল না। এ বিষয়ে আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে শুনানি শেষে ফজলি আমের জিআই সনদ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলারই থাকছে বলে জানানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার বেলা ১১টায় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে এ ব্যাপারে শুনানি শুরু হয়। বেলা ১টার দিকে শুনানি শেষ হয়। শুনানিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি গ্রহণ করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার।

অতিরিক্ত সচিব জনেন্দ্র বলেন, ২০১৭ সালে ফজলি আমের জিআই নিয়ে একটি আবেদন হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই আদেশটি গেজেট আকারে প্রকাশ হবে। যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকে, তাহলে তারা আদালতে আপিল করতে পারবে। 

শুনানিতে রাজশাহী জেলার বিভিন্ন কর্মকর্তারা বলেন, বাঘা মসজিদকে কেন্দ্র করে এই আমের উৎপত্তি। বাঘা মসজিদ ৫০০ বছরের পুরোনো। মসজিদের মিম্বরের গায়ে ফজলি আমের আকৃতি রয়েছে। এতে বোঝা যাচ্ছে, ফজলি আমের জিআই সনদ রাজশাহীর পাওয়ার কথা। 

তবে চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা বলেন, ফজলি চাঁপাইনবাবগঞ্জের একটি পণ্য। এটি বছরে ১৫০-১৬০ টন উৎপাদন হয়, যার সিংহভাগই হয় চাঁপাইনবাবগঞ্জে। আর রাজশাহী, নাটোর ও আশপাশের জেলায় অবশিষ্ট ফজলি আম উৎপাদন হয়। 

শুনানিতে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, স্থানীয় চেম্বার অব কমার্স এবং কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ছোট ভাই

  খাদ্যাভ্যাস ঠিক থাকলে হাসপাতালে যেতে হয় না: আরেফিন সিদ্দিক

  উন্নয়ন ফি নিজের কাছে রাখায় ঢাবি কর্মকর্তার পদাবনতি

  পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

  করোনা সংক্রমণ বাড়ায় অনলাইন ক্লাসে ফিরছে বুয়েট

  ইঞ্জিন কেনায় দুর্নীতির অভিযোগে রেল ভবনে দুদকের অভিযান

  বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ছোট ভাই

  সবাইকে পদ্মা সেতু নিয়ে ব্যস্ত রেখেছে সরকার: নুর

  নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর খরচ উঠে আসবে: সংসদে প্রধানমন্ত্রী

  ‘পুলিশ এখন জনকল্যাণে নয়, আওয়ামী লীগের নিরাপত্তা কল্যাণে নিয়োজিত’

  সোহেল চৌধুরী হত্যা: আশীষ চৌধুরীর জামিন প্রশ্নে রুল জারি

  বাইডেনের চোখে সব নষ্টের গোড়া পুতিন