Ajker Patrika

সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮

প্রতিনিধি
সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮

সিলেট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুলতানা রাজিয়া বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০৮ জন।

করোনায় মারা যাওয়া দুজন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩১ জন মারা গেছেন।

অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭০ জন ও সুনামগঞ্জের ১৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা রোগী। এর মধ্যে সিলেটের নয়জন ও সুনামগঞ্জে একজন রয়েছেন। এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২১ জন চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...