Ajker Patrika

ইসলামপুরে তিন পরীক্ষাকেন্দ্রে এসএসসির ১০ পরীক্ষার্থী বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২: ৪৭
ইসলামপুরে তিন পরীক্ষাকেন্দ্রে এসএসসির ১০ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি, দাখিল ও ভকেশনাল (সমমান) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

গতকাল মঙ্গলবার রসায়ন পরীক্ষা চলাকালে ইসলামপুর জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ছয়জন, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুজন এবং ইংরেজি দ্বিতীয় বিষয়ে পরীক্ষা চলাকালে গুঠাইল সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

গুঠাইল সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রের সচিব ও দক্ষিণ চিনাডুলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওসমান গনী সিদ্দিক বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম স্যারের নির্দেশনায় দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ 

গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব ও গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান বলেন, ‘কেন্দ্রটি পরিদর্শন করে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম স্যার আমাকে নির্দেশনা দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত একজন বলিয়াদহ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী, অপরজন উলিয়া এসএন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।’ 

ইসলামপুর জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ এসএসসি (ভকেশনাল) পরীক্ষাকেন্দ্রের সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘কেন্দ্রটি পরিদর্শন করে এসএসসি ভকেশনাল শাখার ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে ইউএনও স্যার আমাকে নির্দেশনা দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার শিক্ষার্থী।’ 

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পৃথক তিনটি পরীক্ষাকেন্দ্রে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ 

উল্লেখ্য, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করাসহ দায়িত্ব অবহেলার দায়ে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষককে পরীক্ষাগ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত রোববার (৩ মার্চ) পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিন ইংরেজি পরীক্ষা চলাকালে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কারসহ দায়িত্ব পালনে অবহেলার দায়ে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন কক্ষ পর্যবেক্ষক (কক্ষ পরিদর্শক) শিক্ষককে পরীক্ষাগ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত