Ajker Patrika

দুটি ভবন ঝুঁকিপূর্ণ, ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২: ৪৭
দুটি ভবন ঝুঁকিপূর্ণ, ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস

বিস্ফোরণের পর গুলিস্তানের সিদ্দিকবাজারে পাশাপাশি দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারে সৈয়দ নজরুল ইসলাম সরণির ৫ ও ৬ নম্বর ভবনে বিস্ফোরণ হয়। ভবন দুটির পাশেই একটি বিদ্যুতের ট্রান্সমিটার ছিল, সেটিও বিস্ফোরিত হয়।

৫ নম্বর ভবনটি পাঁচতলা, আর কুইন সেনিটেরি মার্কেট নামে পরিচিতি ৬ নম্বর ভবনটি আট তলা। এই ভবনের বেসমেন্টে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আজ রাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, 'আমরা ঢুকতে পারছি না। ভেতরে এখনও অনেকে আটকা থাকতে পারেন।'

তিনি বলেন, 'বিস্ফোরণে ভবনটির গ্রাউন্ড ফ্লোর (নিচতলা) ও আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ অংশ) বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাম ও পিলারগুলোতে ফাটল ধরেছে। এ কারণে পাশাপাশি দুটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।'

বিস্ফোরণে দুটি ভবনের বেসমেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: আজকের পত্রিকামাইন উদ্দিন বলেন, 'প্রাথমিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার অভিযান শেষে সেনাবাহিনীর টিম, পুলিশের টিম, তদন্তকারীরা তদন্ত শেষ করলে প্রকৃত কারণ জানা যাবে।'

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, 'বিল্ডিংটির বেসমেন্টে কোনো গ্যাসের লাইন ছিল না বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে কয়েকটি চেম্বার ছিল। গ্রাউন্ড ফ্লোরে ৮টি দোকান ছিল।'

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ পরপর মাইকিং করে সবাইকে দূরে সরে যেতে আহ্বান জানাচ্ছে পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা। 

আরও খবর পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত