রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় এক এনজিও কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম উৎপল রায় (৬২)। তিনি সাহাপাড়া এলাকায় শংকর সাহার বাড়িতে বসবাস করতেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিন মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মোহাম্মদ, আব্দুল্লাহ, বায়জিদ, কেফায়াতুল্লাহ—চার তরুণ। রাজধানীর কাকরাইল মসজিদ মাদ্রাসা থেকে তাঁরা এসেছেন। বইমেলায় ঘুরছেন, দেখছেন। বই তখনো কেনেননি। পছন্দ হলে তবে কিনবেন। আব্দুল্লাহ বললেন, ‘আমাদের পরীক্ষা ছিল। এ কারণে এত দিন আসতে পারিনি। আজ শেষ হয়েছে, তাই চলে এলাম।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের আরও এক বছর পার হলো আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। কিন্তু ১৩ বছরেও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি। রহস্য রয়েছে একই তিমিরে। তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন নতুন তারিখ ধার্য হচ্ছে।
হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে। এ সময় তারা বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে।
‘লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক জয়নাল আবেদীন খান ও নিজস্ব প্রতিবেদক রোকন উদ্দীনসহ ৩০ জন সাংবাদিক। আজ সোমবার ডিএনসিআরপি মিলনায়তনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ফেলোশিপপ্রাপ্তদের
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় গেল তিন দিনে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয়স্বজনও রয়েছেন।
গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ধাপের কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রকল্পটির সেনাবাহিনী থেকে নিযুক্ত প্রকল্প পরিচালক (পিডি) লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার আলম।
কিশোরগঞ্জে আনন্দ র্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন হওয়া উপলক্ষে এই আনন্দ র্যালি করেন তাঁরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মেয়াদোত্তীর্ণ অছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের শূন্যপদে নিয়োগ সম্পর্কিত দাবির বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় মতিঝিল এলাকার যুবলীগ কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা-পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানসহ মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জের শিবালয়ে এক পুলিশ সদস্যের (প্রেমিকের) বাড়িতে বিয়ের দাবিতে চার দিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। উপজেলার উথুলী ইউনিয়নের ধূসর কালীবাড়ি গ্রামের মৃত সাহাজউদ্দিনের ছেলে মো. হাসান আলীর বাড়িতে ৭ ফেব্রুয়ারি থেকে অবস্থান করছেন ওই ছাত্রী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।