Ajker Patrika

গুলিস্তানের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২: ৫০
গুলিস্তানের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ১৫

রাজধানীর গুলিস্তানের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যুর মিছিলে আরও আটজন যোগ হয়েছেন। রাত পৌনে ৮টা নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়াল। 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে বহুতল ভবন বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে এখন মোট ১৫ জনের মরদেহ রয়েছে। এদের কারো অবস্থা গুরুতর ছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এর আগে অর্ধশতাধিকের বেশি আহত ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

GULISTAN bLAST-BEST 4এ দিকে ঘটনাস্থল থেকে ১০ জনকে মৃত অবস্থায় ও ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধারের তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

মঙ্গলবার বিকেলে ৪টা ৫০ মিনিটে ওই বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্যানুযায়ী ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

গুলিস্তানে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...