জমির উদ্দিন, চট্টগ্রাম

এইচএসসির ফল জালিয়াতির অভিযোগ রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে। তবে ওই অভিযোগের তদন্ত চলাকালেই তাঁকে পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশিকে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের ১ এপ্রিলের ওই চিঠিতে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়। তবে তিন মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি মাউশি; বরং তদন্ত চলাকালে ৯ জুলাই তাঁকে মাউশির পরিচালক করা হয়।
এ বিষয়ে ডা. মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভয়াবহ ফল জালিয়াতিতে অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তি না দিয়ে পুরস্কার করল শিক্ষা মন্ত্রণালয়। এটি অনৈতিক, মেনে নেওয়া যায় না। এখন তাঁকে যেখানে দায়িত্ব দিয়েছে, সেখানে আরও বেশি দুর্নীতি হয়।
তদন্ত কমিটির সদস্য মাউশির সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক আজকের পত্রিকাকে বলেন, তদন্ত কার্যক্রম এখনো চলমান। খুব শিগগির প্রতিবেদন জমা দিতে পারব।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসির ফলে বোর্ডের ফলাফল নিয়ে অসংগতি ধরা পড়ে। কয়েকজন শিক্ষার্থী ২০০ নম্বরের পরীক্ষায় নির্ধারিত নম্বরের চেয়ে বেশি নম্বর পান। তা ছাড়া দুপুরে ফল প্রকাশের পরপর ওয়েবসাইটে দেওয়া নম্বর সন্ধ্যায় পাল্টে যায়। ওই বছর চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থীর নম্বর ফর্দে দেখা যায়, পদার্থবিজ্ঞানে মোট ২০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ২১৮! ওই শিক্ষার্থীর ক্ষেত্রে একই রকমের ঘটনা ঘটেছে উচ্চতর গণিতেও।
আরও একাধিক শিক্ষার্থীর নম্বর ফর্দে বেশি নম্বর দেখা যায়। এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকেরা। এ নিয়ে ২০২২ সালের ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত চিঠিতে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়ী করা হয়।
একইভাবে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফল নিয়ে সমালোচনা শুরু হয়। তাঁর ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। এরপর গত ১৭ এপ্রিল নারায়ণ চন্দ্র নাথের ফল জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটির তিন সদস্য হলেন মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং) মো. আমির হোসেন, সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইউএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী আজকের পত্রিকা’কে বলেন, তদন্ত প্রতিবেদন না দিয়ে একজন অভিযুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হলো। তাহলে কি ধরে নেব, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে অসহায়?
আরও খবর পড়ুন:

এইচএসসির ফল জালিয়াতির অভিযোগ রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে। তবে ওই অভিযোগের তদন্ত চলাকালেই তাঁকে পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশিকে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের ১ এপ্রিলের ওই চিঠিতে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়। তবে তিন মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি মাউশি; বরং তদন্ত চলাকালে ৯ জুলাই তাঁকে মাউশির পরিচালক করা হয়।
এ বিষয়ে ডা. মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভয়াবহ ফল জালিয়াতিতে অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তি না দিয়ে পুরস্কার করল শিক্ষা মন্ত্রণালয়। এটি অনৈতিক, মেনে নেওয়া যায় না। এখন তাঁকে যেখানে দায়িত্ব দিয়েছে, সেখানে আরও বেশি দুর্নীতি হয়।
তদন্ত কমিটির সদস্য মাউশির সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক আজকের পত্রিকাকে বলেন, তদন্ত কার্যক্রম এখনো চলমান। খুব শিগগির প্রতিবেদন জমা দিতে পারব।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসির ফলে বোর্ডের ফলাফল নিয়ে অসংগতি ধরা পড়ে। কয়েকজন শিক্ষার্থী ২০০ নম্বরের পরীক্ষায় নির্ধারিত নম্বরের চেয়ে বেশি নম্বর পান। তা ছাড়া দুপুরে ফল প্রকাশের পরপর ওয়েবসাইটে দেওয়া নম্বর সন্ধ্যায় পাল্টে যায়। ওই বছর চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থীর নম্বর ফর্দে দেখা যায়, পদার্থবিজ্ঞানে মোট ২০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ২১৮! ওই শিক্ষার্থীর ক্ষেত্রে একই রকমের ঘটনা ঘটেছে উচ্চতর গণিতেও।
আরও একাধিক শিক্ষার্থীর নম্বর ফর্দে বেশি নম্বর দেখা যায়। এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকেরা। এ নিয়ে ২০২২ সালের ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত চিঠিতে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়ী করা হয়।
একইভাবে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফল নিয়ে সমালোচনা শুরু হয়। তাঁর ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। এরপর গত ১৭ এপ্রিল নারায়ণ চন্দ্র নাথের ফল জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটির তিন সদস্য হলেন মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং) মো. আমির হোসেন, সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইউএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী আজকের পত্রিকা’কে বলেন, তদন্ত প্রতিবেদন না দিয়ে একজন অভিযুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হলো। তাহলে কি ধরে নেব, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে অসহায়?
আরও খবর পড়ুন:

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২১ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে