বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার টংকবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বসতঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চারটি কেন্দ্রে ৮১ জনের নমুনা পরীক্ষা করে এই ছয়জন রোগী শনাক্ত হন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাব হোসাইনের (১৮) লাশ কক্সবাজারের রেজু ব্রিজ এলাকায় পাওয়া গেছে।
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় জড়িত সন্দেহে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের ঘটনায় নগরের চান্দগাঁও থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরে জুমার নামাজের আগে ওই নেতাকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বহদ্দারহাটে জুমার নামাজ...
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রাম। ঝড়ে ওই তিন গ্রামের অন্তত ২১টি কাঁচা ঘর পুরোপুরি ও সেমিপাকা’সহ প্রায় ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ির সীমানা প্রাচীর।
ঘাটের শান্তি ফিস আড়তের সত্ত্বাধিকারী সম্রাট ব্যাপারী বলেন, ‘জেলা প্রশাসনের এমন উদ্যোগ অযৌক্তিক। সরবরাহ ও খরচের ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হয়। দাম বেঁধে দিলে ঘাটে আর মাছ আসবে না।’ তিনি আরও বলেন, ‘মাছের সরবরাহ বাড়াতে হলে কারেন্ট জাল বন্ধ করতে হবে, অথবা এর ফাঁস চার আঙুল পরিমাণ করে নির্ধারণ করতে হবে।
কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবস পালিত
অনুষ্ঠানে সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীকে মনে রাখতে হবে—আপনারা একা নন। স্থানীয় জনগণ আপনাদের পাশে রয়েছে। আমরা ন্যায় ও সমতার পথে অটল। ”
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ব্যস্ততম রাইখালী বাজার। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে হাট বসে। আর এই হাটে বিগত ১৫ বছর ধরে ছাতা মেরামতের কাজ করে আসছেন কৃষ্ণ ঋষি। বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর উপজেলার তিতাস নদীর ওপার ঋষি পাড়ায় হলেও বিগত ১৫ বছর ধরে বাস করেন চন্দ্রঘোনা গ্রামে।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার থেকে পরিবারের ছয় সদস্য নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন রোহিঙ্গা আজিম উল্লাহ (৪৮)। প্রায় পৌনে আট বছর কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া আশ্রয়শিবিরে পাহাড়ের ঢালুতে ত্রিপলের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘরে পরিবার নিয়ে থাকছেন তিনি...
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। তাঁরা রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান।
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. মোস্তফা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফরিদগঞ্জ থানা-পুলিশ ও নিহতের স্বজনেরা এ তথ্য জানান। নিহত মোস্তফা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক।
বাবলুর বড় ভাই কামাল উদ্দিন বলেন, ‘সকালে ভাগনির বিয়ের জন্য সদাই কিনতে ছোট ভাই ফেনীতে যাচ্ছিল। এখন লাশ হয়ে ফিরছে। এটা মানতে পারছি না। তার তিনটি কন্যাসন্তান রয়েছে। তাদের কী অবস্থা হবে, জানি না।’