
সুন্দরবনের করমজল এলাকায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে দেশি-বিদেশি ৪৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত তথ্যে ভিন্নতা পাওয়া গেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিন্নতা প্রার্থিতা বাতিলে কোনো আইনি বাধা সৃষ্টি করে না।

এই আসনে বিএনপির এ দুই প্রার্থীসহ মোট পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে অন্য তিনজনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ও গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার।

ইব্রাহিমের বাড়ি কুমিল্লা জেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি বাসায় বসবাস করে আসছেন। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থতা বোধ করার পর তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।