কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়রসহ ছয় কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা উপস্থিত থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এর আগে গতকাল মেয়র প্রার্থী (স্বতন্ত্র) সরওয়ার কামাল নির্বাচনে পরিবেশ না থাকার অভিযোগ এনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।
এ ছাড়া কাউন্সিলরের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নম্বরে মোহাম্মদ শাহজাহান, ১১ নম্বরে সাইফুল ইসলাম ও রিদুয়ান রশীদ এবং ১২ নম্বরে শামীম আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং ১২ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের মো. মাহবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ ও তাঁর স্ত্রী জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহেদুর রহমান।’
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভা নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। ভোট গ্রহণ ১২ জুন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে