Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

বঙ্গবন্ধুর জন্মদিনে বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কোপাল আ. লীগ এমপির সমর্থকেরা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:২৪

বাউফল আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুকিশোর দিবস উদ্‌যাপন করতে গিয়ে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় এমপি আ স ম ফিরোজের সমর্থকেরা। এ ছাড়া ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার এবং রাবার বুলেট বিদ্ধ রিপন নামের একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর পৌর শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দিবসটি উদ্‌যাপন করতে গিয়ে চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগ। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে দিবসটি উদ্‌যাপনের জন্য স্থান নির্ধারণ করেন। অপর পক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারও একই স্থানে দিবসটি উদ্‌যাপনের ঘোষণা দেন। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সংঘর্ষ থামাতে পুলিশের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা আজ শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ স ম ফিরোজ সমর্থক নেতা-কর্মীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও এমপির ছবি সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদের গেটের সামনে দিয়ে জনতা ভবনে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ প্রশাসন মিছিলে বাধা দেয়।

এ সময় এক পুলিশ লাঠিপেটা শুরু করলে মোতালেব হাওলাদারের কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এরপর চার-পাঁচজন নেতা-কর্মী নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মোতালেব হাওলাদার জনতা ভবনের দিকে যেতে চাইলে আ স ম ফিরোজের কর্মী সমর্থকেরা এসে বাধা দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। তারা মোতালেব হাওলাদারের ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. সোয়েব মাহমুদ বলেন, মোতালেব হাওলাদারের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা গুরুতর। এ ছাড়া রিপন নামের এক কর্মীর গায়ে একাধিক রাবার বুলেটের আঘাত থাকায় দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংঘর্ষে আহত উপজেলা পরিষদের চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘আজকের অনুষ্ঠানের ব্যাপারে দুপক্ষকে একসঙ্গে বসানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁরা রাজি হননি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শহরে সার্বিক নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বাউফলে সব পক্ষ শোভাযাত্রা করতে চাইলে পৃথকভাবে সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান সমর্থিত নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয় জনতা ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে লাঠিপেটাসহ ২০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ