Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ স্লোগানে নওগাঁয় মানববন্ধন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:৫৫

‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ পৌরসভা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা ‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ পৌরসভা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, ‘১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এই শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।’ তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

বক্তারা আরও বলেন, ‘এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা-সিএনজি। নিয়মনীতি তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারো নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।’

মানববন্ধনে পৌর বাসিন্দা রামিম দেওয়ান বলেন, ‘বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয়বারের মত দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তাঁর পদত্যাগ দাবি জানাচ্ছি।’

এ সব অভিযোগ অসত্য দাবি করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে রাস্তা-ঘাট, ড্রেন থেকে শুরু করে শহরের অনেক উন্নয়নকাজ করেছি। আমার সাধ্যমতো পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরাদ্দ পেলে আরও উন্নয়ন করা হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    পাতা শুকানো নিয়ে ঝগড়া, ইফতারের পর সংঘর্ষে আহত ২০

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত