নওগাঁ প্রতিনিধি

‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ পৌরসভা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ‘১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এই শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।’ তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
বক্তারা আরও বলেন, ‘এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা-সিএনজি। নিয়মনীতি তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারো নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।’
মানববন্ধনে পৌর বাসিন্দা রামিম দেওয়ান বলেন, ‘বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয়বারের মত দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তাঁর পদত্যাগ দাবি জানাচ্ছি।’
এ সব অভিযোগ অসত্য দাবি করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে রাস্তা-ঘাট, ড্রেন থেকে শুরু করে শহরের অনেক উন্নয়নকাজ করেছি। আমার সাধ্যমতো পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরাদ্দ পেলে আরও উন্নয়ন করা হবে।’

‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ পৌরসভা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ‘১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এই শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।’ তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
বক্তারা আরও বলেন, ‘এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা-সিএনজি। নিয়মনীতি তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারো নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।’
মানববন্ধনে পৌর বাসিন্দা রামিম দেওয়ান বলেন, ‘বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয়বারের মত দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তাঁর পদত্যাগ দাবি জানাচ্ছি।’
এ সব অভিযোগ অসত্য দাবি করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে রাস্তা-ঘাট, ড্রেন থেকে শুরু করে শহরের অনেক উন্নয়নকাজ করেছি। আমার সাধ্যমতো পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরাদ্দ পেলে আরও উন্নয়ন করা হবে।’

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৩০ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে