Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মকর্তার প্রতি পুলিশ কমিশনারের শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’

জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    রামগতিতে জাটকা বিক্রির দায়ে দুজনকে জরিমানা

    চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক ১ 

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড