নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২১ মিনিট আগে