Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:১৫

প্রতীকী ছবি নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।

নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ

    হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

    শিশুখাদ্যে বিষাক্ত রং মেশানোয় কারখানা মালিককে ৪ মাসের কারাদণ্ড

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ