Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সিরাজদিখানে আবাসন ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি ফাঁকা গুলি ছোড়ে। ছবি: আজকের পত্রিকা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আবাসন ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি ফাঁকা গুলি ছোড়ে। 

আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আবাসন ব্যবসাকে কেন্দ্র করে ‘নুজহা সিটি’র বাতেন হাজি ও আল ইসলামের সঙ্গে ‘দক্ষিনা গ্রিন সিটি’র সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধে চলে আসছে। সেই বিরোধের জেরে বাতেন হাজি ও আল ইসলামের লোকজন আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিনা গ্রিন সিটির স্থাপনা ভাঙচুর করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় দুই গ্রুপের লোকজন। ছবি: আজকের পত্রিকা ওসি বলেন, এ সময় চারটি বসতবাড়ি, পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। এ ছাড়া চারজন টেঁটাবিদ্ধ এবং শাহিনুর নামে পুলিশের এক কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ আহতরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৮টি ফাঁকা গুলি ছোড়ে।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, ঘটনাস্থলে থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

    নাটোরে বিএনপির ইফতার ঠেকাতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’, মঞ্চ ভাঙচুর

    সচিবের পিএস পরিচয়ে বাসাভাড়া, বাড়ির মালিকের টাকা আত্মসাৎ

    তালায় আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি, আটক দুই যুবক

    জাবিতে নবনির্মিত ২ আবাসিক হলের চাবি হস্তান্তর

    মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    ৪৫ জন নেবে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

    ফ্লাইটে প্রবাসীর মৃত্যু: বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান

    এক বছরে একাই ৬ লাখ রুপির ইডলি অর্ডার করেছেন

    যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা