Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জাবিতে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫

সাংবাদিকের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়ন। ছবি: আজকের পত্রিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিকের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের দুটি ধারা বাতিল ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।

আজ বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, সংবাদ প্রকাশের জেরে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। 

এ সময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’ 

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোড়কে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের রূপ দেওয়া হয়েছে।’ 

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা বিধিতে যে নিবর্তনমূলক দুটি ধারা রয়েছে, এর সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও সম্পৃক্ত। এখানে যে কাজটি সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

    ‘সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি’

    শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

    উলিপুরে ২৬৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

    শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের জামিন

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    জাপোরিঝিয়ায় আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

    ‘সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি’

    ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

    শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

    উলিপুরে ২৬৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক