জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিকের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের দুটি ধারা বাতিল ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।
আজ বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, সংবাদ প্রকাশের জেরে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
এ সময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোড়কে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের রূপ দেওয়া হয়েছে।’
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা বিধিতে যে নিবর্তনমূলক দুটি ধারা রয়েছে, এর সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও সম্পৃক্ত। এখানে যে কাজটি সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিকের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের দুটি ধারা বাতিল ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।
আজ বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, সংবাদ প্রকাশের জেরে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
এ সময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোড়কে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের রূপ দেওয়া হয়েছে।’
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা বিধিতে যে নিবর্তনমূলক দুটি ধারা রয়েছে, এর সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও সম্পৃক্ত। এখানে যে কাজটি সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪০ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে