নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রহিমা (৫)। সে ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে দাদির কাছে আসার জন্য রহিমা রাস্তা পার হচ্ছিল। এ সময় গাবতলী বাজারের দিক থেকে আসা অটোরিকশা রহিমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রহিমা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত শিশুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশাটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে