Ajker Patrika

ইউরোপসেরা ইতালিকে গুঁড়িয়ে লাতিনসেরা আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব

আপডেট : ০২ জুন ২০২২, ১৩: ৪৮
ইউরোপসেরা ইতালিকে গুঁড়িয়ে লাতিনসেরা আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব

ম্যাচের ৫৫ মিনিটে লিওনার্দো বোনুচ্চি ব্যাকপাস দিতে গিয়ে নিজেদের জালেই প্রায় বল জড়িয়ে দিয়েছিলেন। জিয়নলুইজি দোন্নারুম্মা শেষ মুহূর্তে গোল লাইনের ওপর থেকে বল ক্লিয়ার করেন। এই মুহূর্তটিই যেন পুরো ইতালি দলের ৯০ মিনিটের অসহায়ত্বের সচিত্র প্রতিবেদন। দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে শেষপর্যন্ত তারা যে হারের ব্যবধান আরও বড় হতে দেয়নি সেটিই বা কম কীসে। দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ইউরোপ সেরারা হেরেছে ৩-০ গোলে। 

ওয়েম্বলিতে এই ইতালির খেলা দেখে কে বলবে তারা আগের বছরের ইউরোপ সেরা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপ খেলতে না পারার ধকল যে এখনো কাটিয়ে উঠতে পারেনি সেটি তাদের খেলায় ফুটে উঠেছে। বিপরীত আত্মবিশ্বাসে টইটম্বুর এক আর্জেন্টিনার দেখা মিলেছে এদিন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট দেখিয়েছে মেসি-দি মারিয়ারা।

মেসি তো আগেই ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা এনে দিতে যাচ্ছেন তিনি। মেসি তার দেওয়া কথা রেখেছেন। ইতালিকে হারিয়ে ফিফার স্বীকৃতি ‘ফাইনালিসিমা’ শিরোপা জিতিয়েছে আর্জেন্টিনাকে। দীর্ঘ ২৮ বছর শিরোপা না জেতা আর্জেন্টিনা কোপা আমেরিকার পরের বছর জিতল আরেকটি শিরোপা।

ম্যাচের শুরুতে আকাশি সাদারা নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছে। কিন্তু এরপর ‘আজ্জুরি’রা দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনার গোছানো ফুটবলের সামনে। মেসি-দি মারিয়ারা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণে তটস্থ করে তোলে ইতালির রক্ষণভাগ। গোল বের করতেও সময় লাগেনি। ম্যাচের ২৬ মিনিটে মেসির বাড়ানো বলে দারুণ প্লেসমেন্টে বল জালে জড়ান লাওতেরো মার্টিনেজ। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। মধ্যমাঠ থেকে প্রথম গোলদাতা মার্টিনেজের লম্বা থ্রু নিয়ন্ত্রণে নিয়ে দোন্নারুম্মার মাথার ওপর দিতে লক্ষভেদ করেন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন আনহেল দি মারিয়াদ্বিতীয়ার্ধেও শুরু থেকে ইটালিকে চেপে ধরে স্কালোনির দল। ৫৯ মিনিটে দি মারিয়ার শট দোন্নারুম্মা না রুখে দিলে ব্যবধান ৩-০ করে ফেলত আর্জেন্টিনা।  মাঝমাঠ থেকে পাওয়া লম্বা থ্রু দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে শট নিয়েছিলেন ডি মারিয়া। মিনিট দুয়েক পর আবারও জটলার মধ্যে থেকে জোরালো  এক ভলি নিয়েছিলেন দি মারিয়া। সে যাত্রায়ও ইতালিকে গোলের হাত থেকে বাঁচিয়েছেন দোনারুম্মা। মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে ইতালির রক্ষণ দুর্গ।

খেলা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

৬৫ মিনিটে তো মেসি শটে আরেকবার ত্রাতার ভূমিকায় ইতালিয়ান গোলরক্ষক। এর কিছুক্ষণ আগে অবশ্য গোলের সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। বাঁ দিক থেকে মেসির বাড়ানো বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেনি লে সেলসো। বল পোস্টে রাখতে পারলে নিশ্চিতভাবেই লিড  বাড়াতে পারত স্কালোনির দল। শেষদিকেও আর্জেন্টিনা গোলের চেষ্টা করে গেছেন। ম্যাচের যোগ করা সময়ে এসেছে সেটির ফল। মেসির বাড়ানো বলে গোল করেন পাওলো দিবালা। শেষপর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে আর্জেন্টিনা। এই জয়ে ২০১৯ সালের জুলাই মাস থেকে অপরাজিত থাকার ধারা ধরে রাখল আলবেসিলেস্তেরা।

লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

ক্রীড়া ডেস্ক    
বল হাতে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। ছবি: এক্স
বল হাতে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। ছবি: এক্স

আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ২ ম্যাচে বল হাতে সেরাটা দিয়েছেন মোস্তাফিজু রহমান। তুলে নিয়েছেন ৪ উইকেট। তৃতীয় ম্যাচে এসে নিজেকে হারিয়ে খুঁজলেন এই বাঁ হাতি পেসার। এদিন রান বিলিয়েছেন উদার হস্তে। মোস্তাফিজ বল হাতে খরুচে থাকলেও বিপদে পড়তে হয়নি দুবাই ক্যাপিটালসকে। আবুধাবি নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়েছে তারা।

এ নিয়ে টানা ২ ম্যাচে নাইট রাইডার্সকে হারাল দুবাই। গত ৭ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটিকে ৮৩ রানে হারিয়েছিল তারা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৬ রান তোলে দুবাই। জবাবে ১৮৭ রানে থামে নাইট রাইডার্সের ইনিংস। আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ব্যাটে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে উঠেনি দলটি। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের পরও শেষ ৫ ওভারে ৮৪ রানের সমীকরণ মেলাতে পারেনি নাইট রাইডার্স।

শেষ পর্যন্ত দুবাই হারলে দায় পড়তো মোস্তাফিজের কাঁধে। ৪ ওভারে ৪৭ রান খরচ করেন কাটার মাস্টার। দুই স্পেলে দুই রকমের বোলিং করেছেন তিনি। পাওয়ার প্লেতে দুই ওভারে দেন ১৪ রান। কিন্তু দ্বিতীয় স্পেলে এসে ভেড়ক পিটুনি খান মোস্তাফিজ। ১৬ তম ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৮ রান। ১৮ তম ওভারে দেন ১৫ রান। সে ওভারে হোল্ডারকে বিদায় করেন। ম্যাচে এটা মোস্তাফিজের একমাত্র উইকেট। ৯ বলে ৩ ছক্কায় ২২ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন রাসেল। সমান চারটি করে চার এবং ছয়ে সাজানো তাঁর ১৬০ স্ট্রাইকরেটের ইনিংস।

দুবাইয়ে হয়ে বল হাতে সবচেয়ে বেশি হিসেবি ছিলেন মোহাম্মদ নবি। ৩ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন আফগান তারকা। এর আগে শায়ান জাহাঙ্গীরের ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দুবাই। ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৯ রান করেন এই ব্যাটার। ২৪ বলে ৩৮ রান করেন রোভম্যান পাওয়েল। নাইট রাইডার্সের হয়ে হোল্ডার ও রাসেল দুটি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৯
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো

সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতায় দুই দল। আজ যে দল জিতবে তারা সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ

ভারত-পাকিস্তান

সরাসরি, বেলা ১১ টা

টি স্পোর্টস

তৃতীয় টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭ টা, সরাসরি

স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ

পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স

বেলা ২টা ১৫ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-টটেনহাম

রাত ৮ টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড-লিডস

১০টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ১৭
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি

নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ সামনে থাকলেই উঠে আসে সাবিনা খাতুনের প্রসঙ্গ। আদৌ কি জাতীয় দলে আর সুযোগ পাবেন তিনি। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে আর জাতীয় দলে ডাক পাননি এই ফুটবলার। তবে তাঁকে অধিনায়ক করেই আজ ফুটসালের প্রাথমিক দল করেছে বাফুফে।

আগামী বছরের ১৩ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ এতে অংশ নেবে মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও ভুটান। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে সব দল একে অপরের মুখোমুখি হবে।

পুরুষ দলের কোচ সাইদ খোদারাহমির অধীনেই চলছে বাংলাদেশ নারী দলের ক্যাম্প। প্রাথমিক দলও সাজানো হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নেওয়া সাবিনা ছাড়াও দলে আছেন ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, নিলুফা ইয়াসমিনও।

সাফ ফুটসালে বাংলাদেশের প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, শেজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জিলি ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৪
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। খুলনায় আনুষ্ঠানিকভাবে নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক। তাঁর স্বামীর নাম আল মামুন। মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রুমানা জানান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠান হয়েছে খুলনার টাইগার গার্ডেনে। খুলনা থেকে ফোনে আজকের পত্রিকাকে রুমানা বললেন, ‘নতুন জীবন, একটা অদ্ভুত অনুভূতিই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলেছেন রুমানা। জিতেছেন ২০১৮ এশিয়া কাপ। রুমানা সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত