ক্রীড়া ডেস্ক

প্রিয়াংশ আর্য্য আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে নামবেন। সেই মুহূর্তেই মাঠের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়েছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বাতিল ঘোষণার আগে পাঞ্জাব-দিল্লি ম্যাচে খেলা হয়েছে ৬১ বল। পাঞ্জাব ততক্ষণে স্কোরবোর্ডে জমা করেছে ১ উইকেটে ১২২ রান। ১০.১ ওভারে খেলা পরিত্যক্ত হওয়ার পর ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় বিস্ময় জাগানিয়া তথ্য। ভেন্যু সূত্রে জানা যায়, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ পণ্ড ঘোষণা করার পর ধর্মশালায় কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল, সেটা বোঝা যায় এক চিয়ারলিডারের কথায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘ম্যাচের মধ্যেই পুরো স্টেডিয়াম খালি করা হচ্ছে। এটা খুবই আতঙ্কের। চিৎকার করে সবাইকে বলতে শোনা গেছে, বোমা আসছে।’
ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট গতকাল জ্বললেও হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। সে সময় সেই চিয়ারলিডার বলেন, ‘এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। ধর্মশালা ছেড়ে আমরা আসলেই যেতে চাই। আশা করি, আইপিএলের কর্মকর্তারাও আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কের।’
পাঞ্চাব-দিল্লি ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ আরও ১৬ ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন:

প্রিয়াংশ আর্য্য আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে নামবেন। সেই মুহূর্তেই মাঠের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়েছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বাতিল ঘোষণার আগে পাঞ্জাব-দিল্লি ম্যাচে খেলা হয়েছে ৬১ বল। পাঞ্জাব ততক্ষণে স্কোরবোর্ডে জমা করেছে ১ উইকেটে ১২২ রান। ১০.১ ওভারে খেলা পরিত্যক্ত হওয়ার পর ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় বিস্ময় জাগানিয়া তথ্য। ভেন্যু সূত্রে জানা যায়, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ পণ্ড ঘোষণা করার পর ধর্মশালায় কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল, সেটা বোঝা যায় এক চিয়ারলিডারের কথায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘ম্যাচের মধ্যেই পুরো স্টেডিয়াম খালি করা হচ্ছে। এটা খুবই আতঙ্কের। চিৎকার করে সবাইকে বলতে শোনা গেছে, বোমা আসছে।’
ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট গতকাল জ্বললেও হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। সে সময় সেই চিয়ারলিডার বলেন, ‘এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। ধর্মশালা ছেড়ে আমরা আসলেই যেতে চাই। আশা করি, আইপিএলের কর্মকর্তারাও আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কের।’
পাঞ্চাব-দিল্লি ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ আরও ১৬ ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে