ক্রীড়া ডেস্ক

দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ৬১ বল খেলা হওয়ার পর হঠাৎই ফ্লাডলাইট বিপর্যয় দেখা দেয়। কিছুক্ষণ পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, এইচপিসিএ স্টেডিয়ামে একটা বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগ দেখা দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতি দেওয়ার পরই ধর্মশালা স্টেডিয়াম থেকে দল ও দর্শকেরা বেরিয়ে গেছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটার ও কোচেরা বাসে ওঠেন টিম হোটেলে যাওয়ার জন্য। যেখানে প্রায় ১০ মিনিট আগে ক্রিকেটার-কোচদের পরিবারের সদস্যরা মাঠ ছেড়ে চলে গেছেন। ভেন্যু সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে পাঞ্জাব। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করে আউট হয়েছেন। নটরাজনের বলে আর্য আউট হওয়ার পরই পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটে মাঠে আলো বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা৷ পাঞ্জাবের আরেক ওপেনার প্রভসিমরান সিং ২৮ বলে ৭ চারে করেন ৫০ রান।

দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ৬১ বল খেলা হওয়ার পর হঠাৎই ফ্লাডলাইট বিপর্যয় দেখা দেয়। কিছুক্ষণ পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, এইচপিসিএ স্টেডিয়ামে একটা বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগ দেখা দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতি দেওয়ার পরই ধর্মশালা স্টেডিয়াম থেকে দল ও দর্শকেরা বেরিয়ে গেছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটার ও কোচেরা বাসে ওঠেন টিম হোটেলে যাওয়ার জন্য। যেখানে প্রায় ১০ মিনিট আগে ক্রিকেটার-কোচদের পরিবারের সদস্যরা মাঠ ছেড়ে চলে গেছেন। ভেন্যু সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে পাঞ্জাব। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করে আউট হয়েছেন। নটরাজনের বলে আর্য আউট হওয়ার পরই পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটে মাঠে আলো বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা৷ পাঞ্জাবের আরেক ওপেনার প্রভসিমরান সিং ২৮ বলে ৭ চারে করেন ৫০ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে