Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধে বন্ধ হয়ে গেল আইপিএল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ১০
স্থগিত আইপিএল। ছবি: সংগৃহীত
স্থগিত আইপিএল। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে লিগ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ ১৬ ম্যাচ বাকি।

ভারত-পাকিস্তানের চলমান সংকট, আক্রমণ-পাল্টা আক্রমণের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে পুরোপুরি। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু। বিসিসিআই জানিয়েছে, সব বিদেশি ক্রিকেটারকেই তাদের নিজ নিজ দেশের পাঠানোর ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই।

গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শঙ্কায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সীমান্তবর্তী বেশ কটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত, এর মধ্যে আছে ধর্মশালার একমাত্র বিমানবন্দরটিও। সে কারণে বিশেষ ট্রেন যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেওয়ার কথা জানান, বিসিসিআই সভাপতি রাজিব শুক্লা।

এই যুদ্ধ প্রভাব পড়েছে আরেক ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলেও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিগ স্থগিত না করলেও আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত