জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে যৌতুক দাবির জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের অপরাধে আব্দুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মুক্তাদির এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।
মামলা থেকে জানা গেছে, ১৯৯৯ সালে নওগাঁর ধামুইরহাট উপজেলার চকবিবি গ্রামের আব্দুস সালামের সঙ্গে তাঁর মামাতো বোন জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আব্দুস সালাম স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এরই মধ্যে দাম্পত্য জীবনে তাঁদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়।
২০১৩ সালের ৮ জুন আব্দুস সালাম যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এতে তাঁর পা ভেঙে যায়। এরপর ভ্যানযোগে স্ত্রী সাবিনাকে তাঁর বাবার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে পাঠিয়ে দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আব্দুস সালাম শ্বশুর বাড়িতে আসেন। এরপর তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করেন। তখন তাঁর স্ত্রী সাবিনা যৌতুকের টাকা দিতে অসম্মতি জানান। এ ঘটনায় আব্দুস সালাম স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন বলে মামলা থেকে জানা গেছে।
গুরুতর আহত সাবিনা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার পর স্বামী আদালত থেকে জামিন নিয়ে এখনো পলাতক আছেন। এরপর শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আজ আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

জয়পুরহাটে যৌতুক দাবির জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের অপরাধে আব্দুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মুক্তাদির এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।
মামলা থেকে জানা গেছে, ১৯৯৯ সালে নওগাঁর ধামুইরহাট উপজেলার চকবিবি গ্রামের আব্দুস সালামের সঙ্গে তাঁর মামাতো বোন জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আব্দুস সালাম স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এরই মধ্যে দাম্পত্য জীবনে তাঁদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়।
২০১৩ সালের ৮ জুন আব্দুস সালাম যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এতে তাঁর পা ভেঙে যায়। এরপর ভ্যানযোগে স্ত্রী সাবিনাকে তাঁর বাবার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে পাঠিয়ে দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আব্দুস সালাম শ্বশুর বাড়িতে আসেন। এরপর তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করেন। তখন তাঁর স্ত্রী সাবিনা যৌতুকের টাকা দিতে অসম্মতি জানান। এ ঘটনায় আব্দুস সালাম স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন বলে মামলা থেকে জানা গেছে।
গুরুতর আহত সাবিনা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার পর স্বামী আদালত থেকে জামিন নিয়ে এখনো পলাতক আছেন। এরপর শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আজ আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৬ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
২১ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে