Ajker Patrika

যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাটে যৌতুক দাবির জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের অপরাধে আব্দুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মুক্তাদির এই রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। 

মামলা থেকে জানা গেছে, ১৯৯৯ সালে নওগাঁর ধামুইরহাট উপজেলার চকবিবি গ্রামের আব্দুস সালামের সঙ্গে তাঁর মামাতো বোন জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আব্দুস সালাম স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এরই মধ্যে দাম্পত্য জীবনে তাঁদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়। 

 ২০১৩ সালের ৮ জুন আব্দুস সালাম যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এতে তাঁর পা ভেঙে যায়। এরপর ভ্যানযোগে স্ত্রী সাবিনাকে তাঁর বাবার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে পাঠিয়ে দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আব্দুস সালাম শ্বশুর বাড়িতে আসেন। এরপর তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করেন। তখন তাঁর স্ত্রী সাবিনা যৌতুকের টাকা দিতে অসম্মতি জানান। এ ঘটনায় আব্দুস সালাম স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন বলে মামলা থেকে জানা গেছে। 

গুরুতর আহত সাবিনা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার পর স্বামী আদালত থেকে জামিন নিয়ে এখনো পলাতক আছেন। এরপর শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আজ আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ